POETRY by PINTU PAL

পিন্টু পাল এর দুইটি কবিতা


আশ্রয়

১.
গভীর হাঁটাপথ
নির্বাক স্বাদের আকাশ 

ঐ দ্যাখো  চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে  
ভেঙে যায় ভিটেপোড়া খুঁটি 

২.
যৌন আবেশদাঁত  
প্রগাঢ় ব্রহ্মবলয় 

এতো কেন হাহাকার ভিতরে ভিতরে, প্রভু? 

৩. 

নিজেকে ভাঙিয়েছি  কত 
ভাঙাতে ভাঙাতে কাঁদি 
এ টুকরোর কী আছে পরিনাম !

উড়োচিঠি


অচেতন শব্দেরা
আঁকিবুঁকি মারে
চেনা-অচেনা অন্তরে


শুষ্ক নিরস ঠোঁট
ফাঁকে ফাঁকে 
ওঠে নামে 
অসীম নিরুদ্দেশে 


অচেনা আবেগ
অচেনা জোয়ার
একপাশে গোপন জবানবন্দি 


কত কত অচেতন শব্দ
কত তার বিকাশ
যেন প্রেমনদী বয়ে বয়ে
ছাপিয়ে পড়েছে
অন্য এক হৃদয়ে...

ABOUT OUR POET:

বীরভূমের দৈকোটা গ্রামে জন্ম 
পিতা- গোপেশ্বর পাল, মা- শিখা পাল,
নিয়মিত ও অনিয়মিতভাবে বিভিন্ন পত্রিকায় লেখালিখি।

Comments

  1. বাহ্। আগে পড়িনি।খুব সুন্দর লাগল।সাবলীল অভিব্যক্তি

    ReplyDelete
  2. সরল, কিন্তু ভালো

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COSMIC LILT ∆ VOLUME 1 ∆ DECEMBER 2018

Best Movies of 2021

ESSAY by BODHISATTYA PAL