POETRY by PRABIR MAJUMDAR

প্রবীর মজুমদার এর কবিতা

হিজল ফুল

এমন দুপুরে তোমাদের গ্রামে খুব যেতে ইচ্ছে করে। যেখানে মাটির দেওয়ালে আলপনা।আর তাকে ঘিরে মেয়ে-বউদের উৎসব। এই তো উঠে আসছেন গাঁওবুড়ো। তিনি ঢোলক বাজাতে-বাজাতে শোনাবেন এ জনজাতির আদিম পিতার কথা। আর মাঝে মাঝে গেয়ে উঠবেন গান। তাতে ছলছল করে উঠবে চোখ।যেন নোনা জলের সাথে প্রাণ ফিরে পাবে কতকালের হারানো ভাষা। তার উপর টুপ টুপ করে কুচি কুচি আলোর মতো খসে পড়বে কত কত হিজল ফুল।

ABOUT OUR POET:

প্রবীর মজুমদার
বাবা--নারায়ণ চন্দ্র মজুমদার
মা---নমিতা মজুমদার
জন্ম---২৭ ডিসেম্বর, ১৯৯০

আত্মপ্রকাশ--"দৌড়",২০১৭

প্রিয় কবি--রবীন্দ্রনাথ ঠাকুর,জীবনানন্দ দাশ,উৎপল কুমার বসু,ভাস্কর চক্রবর্তী, বিশ্বদেব মুখোপাধ্যায়,মুকুল গুহ,জহর সেনমজুমদার,নির্মাল্য মুখোপাধ্যায়,পঙ্কজ চক্রবর্তী,শ্যমল দেবনাথ,পঙ্কজকুমার বড়াল,আরো....

প্রিয় বই---অক্ষয় মালবেরি,মহাস্থবির জাতক,দূরবীন,পার্থিব,ক্ষমা করো হে প্রভু,বিয়োর,আরো...

কাব্যগ্রন্থ ---"মৃদঙ্গ মনে বনে",ডিসেম্বর, ২০১৯

Comments

Popular posts from this blog

POETRY by SOURAV BARDHAN

POETRY by ATANU PRAMANIK

ESSAY by BODHISATTYA PAL