POETRY by SHATANIK ROY

শতানীক রায় এর কবিতা

দীর্ঘ বৃষ্টির কবিতা

বৃষ্টি কবে থেকে শুরু হয়েছিল— কেউ জানে না
পূর্বপুরুষেরা বলে— আকাশ আর জঙ্গলের মিলনের দিন।
আমাদের চোখের ওপর চোখ কবে রেখেছিল ওরা?
বারবার প্রশ্ন করেছি, কেউ উত্তর দেয়নি
গাছ কখনো উত্তর দেয় না।
সেই গাছটি দেখে কখনো মানুষগুলো 
কথা বলতে বলতে গাছ হয়েছে 
আবার কথা থামিয়ে মানুষ হয়েছে। 
সারা আকাশ সারাদিনের সমান
সারা জঙ্গল সারা যুগের বৃষ্টির সমান
তারপর আকাশকে কেউ ডাকেনি
মাটির দিকে তাকিয়ে কেউ জঙ্গলকে ডাকেনি
জঙ্গলকে কেউ মাটির অধিকারী বলেনি
ওরা ভুলে গেছে আমরা কথা বলি আর গাছ হই
হনহন করে গাছ হই 
হনহন করে মানুষ হই
এইরকম হনহন করে শুধু 
অদলবদল অদলবদল
কেউ খোঁজ রাখে না 
কেউ গান পাঠায় না 
আকাশ তবুও আকাশকে দেখে
জঙ্গল তবুও জঙ্গলকে বিশ্বাস করে
কেউ বৃষ্টি নিয়ে কথা বলে না
বৃষ্টির খবর কেউ জানে না
মানুষের খবর কেউ জানে না
মানুষ জানে না এখানে আকাশ আছে
আকাশও জানে না এখানে মানুষ আছে
জঙ্গলও জানে না এখানে আকাশ আছে
জঙ্গল আকাশ আকাশ মানুষ মানুষ জঙ্গল
মানুষ মানুষ আকাশ আকাশ 
জঙ্গল জঙ্গল বৃষ্টি বৃষ্টি...

ABOUT OUR POET:

জন্ম: ২৩।০১।১৯৯৩। বসবাস করেন মালদাতে। কবিতাপ্রয়াস: ২০১১ সাল থেকে লেখালেখি শুরু। কাব্যগ্রন্থ: 'নৈঃশব্দ্যের বন্দনা', ২০১৬। 'না-আমি', ২০১৭। 'মাংস মায়া আর আদ্যানদী', ২০১৮। একটি গদ্যগ্রন্থ: 'আমি চলছি ঘরও চলছে', ২০২০। সম্পাদিত গ্রন্থ: মলয় রায়চৌধুরী অনূদিত শার্ল বোদল্যেরের একমাত্র নভেলা 'সুন্দরী ফাঁফারলো'।

Comments

Popular posts from this blog

COSMIC LILT ∆ VOLUME 1 ∆ DECEMBER 2018

Best Movies of 2021

ESSAY by BODHISATTYA PAL