POETRY by SOURAV BARDHAN

সৌরভ বর্ধন এর কবিতা

চিমটি কথার টিউলিপ

১.

আমার পাতায় শুধুই লাল চোখ গুঁজেছো
অথচ হলুদ ফুলে রেখেছো নীল কাচ

তাজা রক্তের তরঙ্গ দৈর্ঘ্য অনেকটা বেশি
এবং  তোমার শরীরে বেগুনি মন্তাজ

২.

সস্তা পেনের নিব্ দিয়ে শব্দ সাজাও রোজ
দেবতা হয়ে বাঁচে নশ্বরতার দোহাই

একই ছবিতে দুজন আরোহীর কানাঘুঁষো
ফিসফাস --- বৃষ্টিও নাকি রং বদলায়!

৩.

মোমবাতি মানেই আলো নয় পেলবতা কিছু
ভায়োলেট শরীরের স্পর্শসুখ

পিঙ্গল তুবড়ি হাতে দাঁড়াও ক্লীব কবিতায়
মুক্তিবেগের মেঘ ---- অলক স্তূপ

৪.

অথবা জাপটে ধরো আমার স্কেলিটন
দুমড়েমুচড়ে যাক সমস্ত ঋজুতা

যৌনাঙ্গের ভিড় কমে যাক তোমার কাছে
আরো নেমে যাক নদীর নাব্যতা

৫.

নির্জলা উপোস নিয়ে রোদ শ্রেণীহীন বুদবুদে
লেপে দেয় গোলাপি-কালো-খয়েরি ঠোঁট 

আয়নায় ধরা পড়ে সমতা বিধানের কাটামুন্ডু
ভাসমান ছোরায় ম্যাকবেথ হয় রোজ

৬.

যতবার চেয়েছি তুমি বিশ্বাসঘাতিনি হও
ততবার ছালওঠা রক্তচাপ

বাষ্প হয়েছে আঁতুড়ঘরে আবর্তনের স্বার্থে
সাঁতরেছি গর্ভ, জলের উত্তাপ

৭.

গন্ধকে বিদায় দিয়ে বর্ণচ্ছটা বা একটা আঙুর
খেয়ে দেখলাম   নাঃ    ভীষণ টক

আবার উড়লাম সন্তুষ্টি সমীকরণের পিছুপিছু
ডানায় অসংখ্য যুক্তি আর মুক্তির ছক


৮.

গ্রহদের জন্মের আগের গবেষণাতে
আমি অনুবীক্ষণ-যন্ত্র চালিয়ে দেখেছি

ভালোবাসার কিছু নিজস্ব তরঙ্গ আছে
তার মধ্যে একটা বিচ্ছেদ, বাকিটা ছোঁয়াচে!

ABOUT OUR POET
সৌরভ বর্ধন। মূলত কবি; পাশাপাশি মুক্তগদ্যেও সাবলীল। নদীয়া জেলার শান্তিপুর নিবাসী এই কবির সাম্প্রতিকতম কাব্যগ্রন্থ 'প্রসূতিকালীন পাঠ'। চেতনাই তার লেখার আধার।


Comments

  1. তোমার রিসেন্ট যেসব ফেবুতে পড়ি,তার থেকে কিছুটা আলাদা ঠেকল।

    স্বাদ আছে তেতো নয়,ঝাল নয়,মিষ্টি।

    ReplyDelete
    Replies
    1. থ্যাঙ্ক ইউ অতনু। আগের লেখা এগুলো। এখন আর এমন লিখি না। অন্ত্যমিল দিয়ে তো নয়ই।

      Delete
  2. বেশ অন্যরকম।ভালো লাগলো

    ReplyDelete
  3. দাদা ফেসবুকে তো এমন লেখো না!
    সত্যিই স্বতন্ত্রতার ছাপ রেখেছে তোমার এই লেখা।❤️🙏🙏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ESSAY by BODHISATTYA PAL

POETRY by ATANU PRAMANIK