POETRY by ATANU PRAMANIK
অতনু প্রামানিক এর কবিতা
মৃত,মৃত,মৃত
ল্যাডারের শেষ: ইব্রাহিম বিষাক্ত কান্টোতে
উবু হয়ে কিতাব-টিতাব লেপ্টে
এভাবে ইংরেজী বা Bangla
অনেক সাবানের ফেনা:কাল থেকে পরশুর
শুনতে পাই মাথা,উফফ্ কোন ডিমের ফসলে
এমন লোমের ছররা ?
মৃত,মৃত,মৃত
হোক সেভাবেই
গানের ফুঁটো
ওল্ড রবীন্দ্রের গা বেয়ে নতুন অনুপম
লিস্টেড নীতি NUDE আজ্ঞায়
হাগ্ করুক গে
সম্পূর্ণ কবরের কোকিলে
হায় কি আহ্লাদ!
মৃত,মৃত,মৃত
তাক থেকে ঝুল আরো ঝুলের
বঙ্কিম পড়া হচ্ছে
সন্ধির শিহরণে সাঁপুড়ের চিৎকার
আজ মুক্তির প্রহ্লাদ
সবুজের শাড়িতে কবরের দো-টানা
আবার আদিম করবে ইব্রাহিম ।
ABOUT OUR POET:
বর্তমানে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ইংরেজী স্নাতকে স্তরে শেষ সেমের প্রস্তুতি চলছে।নেশা বই পড়া,গান শোনা,ফুটবল কোচিং ব্রেকডাউন করা,আর প্রচুর সিনেমা দেখা।৭০এর দশক বিশেষভাবে টানে-তা শুধু সাহিত্যে নয় ,সবকিছুতেই,বিশ্বাস করি আবার তেমন একটা সময় ঘনীভূত হবে এবং যে বিপুল পরিমাণ সম্ভাবনা বাংলা সাহিত্যে রয়েছে তার স্ফূরণ ঘটবে ব্যপক বিস্ফোরণে।
মৃত,মৃত,মৃত
ল্যাডারের শেষ: ইব্রাহিম বিষাক্ত কান্টোতে
উবু হয়ে কিতাব-টিতাব লেপ্টে
এভাবে ইংরেজী বা Bangla
অনেক সাবানের ফেনা:কাল থেকে পরশুর
শুনতে পাই মাথা,উফফ্ কোন ডিমের ফসলে
এমন লোমের ছররা ?
মৃত,মৃত,মৃত
হোক সেভাবেই
গানের ফুঁটো
ওল্ড রবীন্দ্রের গা বেয়ে নতুন অনুপম
লিস্টেড নীতি NUDE আজ্ঞায়
হাগ্ করুক গে
সম্পূর্ণ কবরের কোকিলে
হায় কি আহ্লাদ!
মৃত,মৃত,মৃত
তাক থেকে ঝুল আরো ঝুলের
বঙ্কিম পড়া হচ্ছে
সন্ধির শিহরণে সাঁপুড়ের চিৎকার
আজ মুক্তির প্রহ্লাদ
সবুজের শাড়িতে কবরের দো-টানা
আবার আদিম করবে ইব্রাহিম ।
ABOUT OUR POET:
বর্তমানে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ইংরেজী স্নাতকে স্তরে শেষ সেমের প্রস্তুতি চলছে।নেশা বই পড়া,গান শোনা,ফুটবল কোচিং ব্রেকডাউন করা,আর প্রচুর সিনেমা দেখা।৭০এর দশক বিশেষভাবে টানে-তা শুধু সাহিত্যে নয় ,সবকিছুতেই,বিশ্বাস করি আবার তেমন একটা সময় ঘনীভূত হবে এবং যে বিপুল পরিমাণ সম্ভাবনা বাংলা সাহিত্যে রয়েছে তার স্ফূরণ ঘটবে ব্যপক বিস্ফোরণে।
ভিন্নমাত্রায় লেখা। বেশ ভালো হয়েছে
ReplyDeleteধন্যবাদ।
Deleteবাহ্ খুব ভালো। আবার আদিম করবে ইব্রাহিম ---- এই লাইনটা বাকি সব লাইনকে ছাপিয়ে যাচ্ছে, এই লাইনটাই একটা স্বতন্ত্র কবিতা।
ReplyDeleteহ্যাঁ,যে বোধের উদ্রেক সব খারাপগুলির বিপরীতে গিয়ে একটা আশা....
Deleteভালো লাগলো
ReplyDelete